জীবননগরে স্বাস্থ্যবিধি মেনে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ৪হাজার ২শজনকে কোভিট-১৯ এর গনটিকা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ৯টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে জীবননগর উপজেলার সাবেক ৪টি ইউনিয়নের ৪টি ওয়ার্ডের প্রতিটি ওর্য়াডে ৬শ করে মোট ২হজার ৪শ জনকে এবং জীবননগর পৌর সভার ৯টি ওর্য়াডের মধ্যে তিনটি ওর্য়াডে ২শ করে ৬শ জনকে চীনের সিনোফার্মার টিকা প্রদান করা হয়। সকাল থেকে টিকা গ্রহনের কেন্দ্র গুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়।এদিকে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপস্থিত থেকে টিকা প্রদানের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন জীবননগর সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন,জীবননগর পৌর সভার মেয়ল রফিকুল ইসলাম ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিমা আক্তার,জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর আবাসিক মেডিকেলা অফিসার ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু,আবু সাঈদ মোঃ সাদ।##