জীবননগর উপজেলার পরিবার কল্যাণের সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোহাম্মদ দ্বীন ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা জামিল হোসেন,ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিকা ইয়াসমিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উথলী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজেদুর রহমান।