ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণ পুর ত্রিমোহনীতে, জাতীয় চার নেতা (তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান) -এর ৪৫ তম জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম ( ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলাম( ভারপ্রাপ্ত), ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মোখলেসুর রহমান শিলু (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক, আলিমদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আঃ মান্নান ও সাধারণ সম্পাদক, শাহাদাৎ হোসেন সদা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, আঃ সামাদ ও সাধারণ সম্পাদক, হারুন পাঠান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি,
আকরাম মালিতা (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক, কাঈয়ুম মোল্লা, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সনজের আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক, আরিফ সর্দার, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি, জহর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক তুর্পি, যুগ্ম-সাধারণ সম্পাদক, গাজী আবদুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সাগান্না ইউনিয়ন কৃষক লীগ সাবেক সাধারণ সম্পাদক, আমির হোসেন। সাগান্না ইউনিয়ন কৃষক লীগ সাবেক সভাপতি রফিকুল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইউনিয়ন যুবলীগের পক্ষে উপস্থিত ছিলেন, সাগান্না ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ রুহুল আমিন, যুগ্ম-আহবায়ক মোঃ ফজলু করিম ,ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সী মোঃ শাহীন রেজা সাঈদ।