মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের হালদারপাড়ায় নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন তারা। আলোচনা সভায় মেহেরপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
মেহেরপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি রমজান আলী, যুগ্ন সাধারন সম্পাদক ফকির মাহমুদ, কোষাধক্ষ্য আব্দুর রহমান, যুগ্নু কোষাধ্যক্ষ ইব্রাহিম প্রমুখো সেখানে বক্তব্য রাখেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনাই সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।