মুসলিম মোরা শান্তি প্রিয়
ভেবেছিস কি তাই?
নবীজির মান রাখতে মোরা
প্রাণ ও দিতে পাই!
ঈমানের তেজ বুকে নিয়ে
মাঠে নেমে চল্,
সত্যের সৈনিক নির্ভীক রে তুই
হুংকার দিয়ে বল্।
এই অন্যায়ের একদিন দেখিস
হবে যে ইনসাফ,
ভন্ড,কাফের মুশরিক যারা
চেয়ে নে রে মাফ!
বিশ্ব নবীর উম্মত মোরা
গর্বে ফুলে বুক,
নবী (সা.) নিয়ে কটুকথা
জোরসে গলায় রুখ্।