মেহেরপুরের গাংনী- কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া বাজারের অদুরে এসবি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪০) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির সামনের অংশ দুমড়ে গেছে বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জোড়পুকুরিয়া বাজারের অদুরে জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে গাড়ির সুপার ভাইজার জয়নাল ও হেল্পার স্বপন এর মাথায় আঘাত লাগে।
সুপার ভাইজার জয়নাল জানান, গাড়িতে দু’জন যাত্রি ছিল তারা অক্ষত রয়েছে। তবে ড্রাইভার মিলনের চোখে ঘুমের ভাব দেখে তাকে সজাগ রাখতে তার পাশে ইঞ্জিন কভারে বসে কথা বলতে থাকি।
এ সময় জোড়পুকুরের জ্যেতি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌছেল ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মেপ্র/ আরপি