হাত গুটিয়ে বসে থাকার
দিন হয়েছে শেষ,
বিশ্ব বিবেক জেগে ওঠো
নাস্তিকের নয় দেশ।
এই ভেবো না মুসলমানের
কলিজা খুব ছোট,
পৃথিবীতে থাকবে কোরআন
শয়তানেরা ফোটো।
নাস্তিকগুলো দেখরে চেয়ে
চীনের করুণ দশা,
মুসলিম যদি জেগে ওঠে
নামবে তোদের ধ্বসা।
বিশ্ব মুসলিম এক হয়ে যাও
হাত মিলিয়ে হাতে,
বিধর্মীদের রুখতে হবে
বন্ধুত্ত্ব নয় সাথে।
জ্বলছে আগুন কলিজাতে
আর দেবনা ছাড়,
আল্লাহ আল্লাহ ধ্বনি দিয়ে
ভাঙো তাদের ঘাড়।