২০০ কোটি ভারতীয় রুপি পাচার মামলায় বড় ধরনের অগ্রগতির দাবি করছে দিল্লি পুলিশ।
পুলিশের দাবি, বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ব্যবস্থাপক প্রশান্তকে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের দেওয়া বাইকটি তারা জব্দ করেছেন।
দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং (ইওডব্লিউ) জানায়, বৃহস্পতিবার প্রশান্তের কাছ থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তিনি (জ্যাকুলিন ফার্নান্দেজের ব্যাবস্থাপক প্রশান্ত) বলেছেন, সেদিন আমার জন্মদিন ছিল। আমাকে মোবাইলে সুকেশ চন্দ্রশেখর একটি ক্ষুদে বার্তা পাঠান। সেখানে তিনি জানান, জন্মদিনে তিনি আমাকে একটি বাইক উপহার দিচ্ছেন।
প্রশান্ত বলেন, আমি উপহারটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সুকেশ বাইক এবং এর চাবি আমার কাছে রেখে চলে যান।
ইওডব্লিউর প্রধান বরীন্দ্র যাদব জানান, জ্যাকুলিনের মন জয় করতেই এমনটা করা হয়েছে। এখন পর্যন্ত দেওয়া প্রশান্তের বক্তব্য অনুযায়ী তিনি তাকে (সুকেশ) খুব বেশি সহযোগিতা করেননি। এমনকি প্রশান্ত এ-ও দাবি করেছেন যে, তিনি কখনোই ডুকাতি বাইকটিতে চড়েননি। এটা সেখানে রাখা ছিল। তিনি বারবার সুকেশকে সেটি ফিরিয়ে নিতে অনুরোধ করেন। তবে সুকেশ তা ফিরিয়ে নেননি।
বরীন্দ্র যাদব আরও বলেন, বৃহস্পতিবার আমরা বাইকটি জব্দ করেছি।
পুলিশ জানায়, সুকেশের দেওয়া ডুকাতি বাইকটির দাম প্রায় ৮ লাখ ভারতীয় রুপি। জালিয়াতির অংশ হিসেবেই প্রশান্তকে বাইকটি দেন সুকেশ।
প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় জেলবন্দি ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে জ্যাকুলিন ও নোরা ফাতেহিকে বারবার জিজ্ঞাসাবাদ করছে আইনশৃংখলা বাহিনী।