ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের জগদ্বীশপুর গ্রাম থেকে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী জগদ্বীশপুর গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে ইজিবাইক চালক ইব্রাহিম মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় সারাদিন শহরে ভাড়া মেরে রাত ৯ টার দিকে নিজ বাড়ির ভিতর চার্জে বসিয়ে লোহার শিকলি দিয়ে ঘরের জানালার সাথে তালা মেরে বাড়ির সবাই ঘুমাতে যায়। এরপর রাত ২ টার দিকে ঘুমথেকে উঠে বাইরে বের হয়ে দেখি ইজিবাইক টা আছে। ভোর রাতে আমার স্ত্রী ঘুম থেকে উঠে ইজিবাইক টি দেখতে না পেয়ে আমাকে ঘুম থেকে ডাক দিলে উঠে এসে দেখি শিকলি কেটে চোর চক্র ইজিবাইক টি নিয়ে গেছে। তারপর অনেক খুজাখুজির পর না পেয়ে কোটচাঁদপুর মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয় মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সারমিন আক্তার বলেন, ইজিবাইক চুরির ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি স্যার অফিসে আসলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।