ঝিনাইদহের শৈলকুপায় ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে গণহত্যা দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলার কামান্না গ্রামের ২৭ শহীদ স্মৃতি সৌধের পাদদেশে আয়োজন করা হয় এই স্মরণসভা। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভেব শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, মুক্তিযোদ্ধা বিশ্বাস লুৎফর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ মুক্তিযোদ্ধাদেরস্মৃতি চারন করেন। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোর রাতে কামান্না গ্রামে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আক্রমন করে পাক বাহিনী ও রাজাকাররা। তারা একে একে ২৭ জন বীরমুক্তিযোদ্ধা ও তাদের সাহায্যকারি দু’জন গ্রামবাসিকে হত্যা করে। পাক বাহিনী চলে গেলে গ্রাামবাসি ৫টি গণকবরে তাদের দাফন করে। প্রতি বছর এ দিনে ঝিনাইদহ ও মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধাগন স্মরন সভার মিলিত হয়ে স্মৃতি চারণ করে থাকে।