ঝিনাইদহের শৈলকূপায় ইমদাদুল মণ্ডল নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
গতকাল রবিবার রাতে উপজেলার চরধলহরা গ্রামের বরিয়া প্রাইমারি স্কুলের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমদাদুল উপজেলার চরধলহরা গ্রামের দীবা মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন জানান, দীর্ঘ দিন ধরে অস্ত্রের ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইমাদুলকে আটক করা হয়েছে। তাকে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।