ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত ১১ ফেব্রুয়ারি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মোশারফ নামে একজনের মৃত্যু হয়।
এরই জেরে গত কয়েকদিন ধরে ওই গ্রামের জব্বার মন্ডল, সাঈদ মন্ডল, রমজান, নাজমুল, ঠাণ্ডুসহ বেশ কয়েকজনের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করছে প্রতিপক্ষরা বলে জানা যায়।
বৃহস্পতিবার সকালে আকুলের বাড়ি ভাংচুর ও ফসলি জমি লুটপাটের শিকার হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, উপজেলার হাকিমপুর গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।