ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে অবস্থিত মহিলা মার্কেটটির প্রকৃত মালিক মহিলারা হলেও তা এখন আর তাদের দখলে নেই। দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু দখলদারদের দখলে চলে গেছে। ফলে এলাকার সাধারণ মানুষ মার্কেটটি দখলমুক্ত করে প্রকৃত ভাড়াটিয়াদের কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খোজ নিয়ে জানা যায়, বিগত বিএনপি জোট সরকারের আমলে তৎকালীন হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা মসলেম উদ্দিনের অনুসারীরা প্রকৃত ভাড়াটিয়া মহিলাদের উচ্ছেদ করে তাদের পছন্দমত ব্যক্তিদের মোটা অংকের টাকা জামানতের বিনিময়ে ঘরগুলো ভাড়া দিয়ে রেখেছে। যে কারণে এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই মার্কেটে ৮ টি দোকান ঘর আছে। এরমধ্যে ওই ইউনিয়নের কিবরিয়া মেম্বর, এবং সাবেক মহিলা মেম্বর জাহানারা খাতুন ঘরগুলো নিজেদের দখলে রেখে মোটা অংকের টাকার বিনিময় অন্যত্রে ভাড়া দিয়েছে।
বর্তমান ঘরে থাকা ব্যবসায়ী আমির হোসেন বলেন, সাবেক মেম্বর জাহানারাকে দেড় লক্ষ টাকা অগ্রিম দিয়েছি। প্রতিমাসে ৮ শত টাকা ভাড়া দিই।
অপর আরেক ভাড়াটিয়া শামিম হোসেন বলেন, আমার এক খালাম্মার কাছ থেকে আমি ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করছি। প্রতি মাসে তাকে হাজার খানেক টাকা ভাড়া গুনতে হয়। ইতিপূর্বে ঘরের প্রকৃত ভাড়াটিয়া ছিলেন কাশিপুর গ্রামের হাসিনা বেগম, কোলা গ্রামের স্বামী পরিত্যক্তা মাছুরা, রোকেয়া খাতুন, প্রতাপপুর গ্রামের মুর্শিদা খাতুন ও সুরাইয়া খাতুন।
এলাকাবাসী অভিযোগ করেন ঘরগুলো এভাবে ভাড়াদিয়ে কতিপয় ব্যক্তিরা যেমন একদিকে লাভবান হচ্ছেন তেমনি করে সরকার মোটা অংকের রাজস্ব^ হারাচ্ছে।
এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ বলেন, এ ধরণের একটি ঘটনা শুনেছি। যাচাই বাছাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।