“টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খালেদা খানম, প্রধান বক্তা জেলা প্রশাসক মনিরা বেগম।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপ-পরিচালক তমান্নাজ খন্দকার, ঝিনাইদহ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ সরকারি, বেসরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সমাজে নারীর ক্ষমতায়ন যথেষ্ট গুরুত্ব পেয়েছে। সরকার নারী নীতির বিষয়টিকে প্রাধান্য দিয়েছে এবং সরকার নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এছাড়া শহরের পায়রা চত্বরে মানবাধিকার ফোরাম ঝিনাইদহসহ জেলার বিভিন্ন সংগঠন এবং সংস্থার উদ্যোগে নারী দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।