ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু সাঈদ বিশ্বাসের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় শহরের পায়রা চত্বরে মানববন্ধন এবং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কর্মসূচির আয়োজন করে পাগলাকানাই ইউনিয়নবাসী।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও পাগলাকানাই ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে অংশগ্রহণকারীরা।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
এসময় বক্তারা বলেন, গত ২৯ মার্চ দুপুরে ঝিনাইদহ বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমানের সাথে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বিশ্বাসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতান্ডা হয়।
এ ঘটনাকে পুঁজি করে কিছু কুচক্রি মহল আবু সাঈদ বিশ্বাসসহ কয়েকজনের নামে ষড়যন্ত্রমূলক মালমা দায়ের করে। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তারা।
বক্তরা অভিযোগ করে বলেন, আবু সাঈদ বিশ্বাসের রাজনৈতিক প্রতিপক্ষ শ্রমিক আন্দোলনকে পুঁজি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
সংবাদ সম্মেলনে পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসেম আলী, কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা ইকবাল বিশ্বাস ও ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলামসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।