ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতে স্বপন হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য স্বপন হোসেন একই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই মিল্টন হোসেন গুরুতর আহত হন। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসি সুত্রে জানা গেছে, স্বপনের বাড়িতে পানির লাইনের কাজ করে শামিম ও সাকিব নামে দুই ভাই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের পুড়োপাড়া বাজারে স্বপনের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে শামিম ও সাকিবের তর্ক বিতর্ক হয়। রাত ৯টার দিকে শামিম, সাকিব ও তাদের পিতা হামিদ স্বপনকে বাড়ির বাইরে ডেকে নেয়। রাস্তার উপর আসা মাত্রই তারা ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। স্বপনের চিৎকারে তার ভাই মিল্টন বাড়ি থেকে বের হয়ে এসে ঠেকাতে যায়। এ সময় দুই ভাইকে তারা কুপিয়ে ফেলে রেখে যায়। ইউপি মেম্বর স্বপন হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তার মাথায় ও ঘাড়ে গভীর জখমের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
মেপ্র/এমইএম