করোনার সংক্রমন রোধে ঝিনাইদহে ইজিবাইক ও রিক্সা চালকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড় ও মুজিবচত্বরে ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। শহরে চলাচলকৃত ৩ শতাধিক ইজিবাইক ও রিক্সাচালকদের হাতে মাস্ক ও জীবানুনাশক স্প্রে বিতরণ করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
সে সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, কেন্দ্র ছাত্রলীগের সাবেক সহসভাপতি আহসান হাবিব রানা, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল ইমরান,
এসময় যানবাহনে স্বাস্থ্য বিধি মেনে যাত্রীউঠানো ও জীবানুনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়। বিতরণরে সময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।