ঝিনাইদহে করোনায় আক্রান্তের লক্ষন থাকায় এক যুবককে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার দুপুরে শহরের শিশু হাসপাতালে স্বাস্থ্য বিভাগের তৈরী করা আইসোলেশনে রাখা হয়।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ১৪ মার্চ শৈলকুপার ওই যুবক ঢাকা থেকে বাড়িতে এসেছে।
কয়েকদিন আগে থেকে সে ঠান্ডা কাশিতে ভুগছিল। সোমবার প্রচন্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। করোনার আক্রান্তের আরও কয়েকটি লক্ষন থাকায় পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য শিশু হাসপাতাল আইসোলেশনে পাঠানো হয়।
ঢাকা থেকে আইইডিসিআর কর্তৃপক্ষের নিদের্শনা মোতাবেক তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।