ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকালশনিবার (৫ এপ্রিল) সকালে কলেজ চত্বরে সরকারী কেসি কলেজ ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেসময় কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহনর করে।
এতে জেলা বিএনপি’র সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাড. এমএ মজিদ, কেসি কলেজের সাবেক ভিপি ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এজিএস সাজেদুর রহমান পপ্পু, যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা আহসান হাবিব রনক, যুবদলের সাধারন সম্পাদক সাবেক ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ও কলেজ ছাত্র দলের সদস্য সচিব মেহেদী হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের একসাথে মিলিত হওয়ার এমন আয়োজন ভবিষ্যতে দলীয় কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।