ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নসহ এর আশপাশ জুড়ে ছড়িয়ে পড়েছে গরুর খুরারোগ। এতে অনেক গরু মারা যাচ্ছে বলে গরু খামারিদের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খুরারোগ মুখে ঘা ও জ্বরের লক্ষণ নিয়ে হঠাৎ করে গত কয়েক দিনের মধ্যে সদর উপজেলার ৭ নং মহারাজ পুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের মোঃ মোশারেফ হোসেন , পলাশ, পল্লব ঘোষ, খোন্দকার মোঃ রবিউল ইসলাম , কেশব পুর গ্রামের রুহুল আমিন এর ৭ দিনের বাছুরসহ বেশ কয়েক জনের কয়েকটি গরু মারা যাওয়ার কারণে গ্রামের গরু খামারি ও কৃষকদের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইউনিয়নের একুশটি গ্রামসহ আশেপাশে ছোট বড় বেশ কিছু গরুর খামার রয়েছে, হটাৎ এই ভাবে গরু মারা যাওয়ার কারণে প্রত্যেকটি গরুর খামারিরা ব্যাপক ঝুকির মধ্যে পড়ে গেছে। যে খামারে এ খুরারোগ দেখ দিচ্ছে সেই গরু সহজে আর চিকিৎসা করা যাচ্ছেনা। তার বেশির ভাগই মারা যাচ্ছে। একারণে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এব্যাপারে এলাকার সাধারণ কৃষক এবং খামারিদের মধ্যে পশু চিকিৎসক ও উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের প্রতি যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলেন, অফিসে খবর দিলেও ঠিকমত চিকিৎসকরা এলাকাতে যান না বা খোঁজ খবর নেননা। মাঝে মাঝে একজন ডাক্তার পাঠান, প্রয়োজনীয় পশু চিকিৎসক এবং টিকার পর্যাপ্ত অভাব রয়েছে বলে তারা জানিয়েছেন। এব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী বলেন বিষয়খালী এলাকায় গরুর খুরা রোগ দেখা দিয়েছে বলে আমরা জেনেছি এবং সে ব্যাপারে যথেষ্ঠ তৎপরতা চালাচ্ছি। পর্যাপ্ত টিকার ব্যবস্থা করেছি এবং এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তাকে সর্তকতার সাথে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। গরু একটি অর্থ উর্পাজনের মাধ্যম সে কারণে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী আশা করে।