আন্তঃ সাম্রাজ্যবাদী দ্বন্দ্বে বিশ্বব্যাপি যুদ্ধের উন্মাদনা, ইউক্রেনে রুশ আগ্রাসন, ন্যাটো জোটের সম্প্রসারণ এবং তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় শহরের পায়রা চত্বরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এ কর্মসূচী পালন করে।
সংগঠনটির জেলা শাখার সহ সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কামরুল হক নিলু, জেলা শাখার সহ সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ফারুক। এছাড়াও সমাবেশে সংগঠনটির বিভিন্ন শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে হবে। সেই সাথে ন্যাটো জোট সম্প্রসারণ থেকে সরে আসতে হবে। এছাড়া প্রতিদিন যেভাবে লাফিয়ে লাফিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েছে, এতে মানুষের না খেয়ে থাকতে হবে। এজন্য বিক্ষোভ সমাবেশ থেকে দ্রব্য সামগ্রীর দাম কমানোর জোর দাবি জানানো হয়।