ঝিনাইদহে জাতীয় যুবজোটের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের উদয়ন স্কুল মাঠে জেলা যুবজোটের উদ্যোগে এই প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।
জেলা যুবজোটের সভাপতি মনিরুজ্জামামান উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তি।
এছাড়াও জাসদের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক শাহানুর আলম, যুবজোটের সাধারণ সম্পাদক আশানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশে ঘুষ দুর্নীতি বন্ধ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে। যুবকদের চাকুরিতে প্রবেশের বয়স ৩৩ বছর করার দাবি জানান। এছাড়া বিএনপি, জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের তান্ডব প্রতিহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ১৪দলীয় জোটের পক্ষের প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান।