১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ।
আজ সোমবার (১৪ আগষ্ট) সকালে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ এর আওতায় গ্রামীণ ব্যাংক ঝিনাইদহ জোনের মহারাজপুর এলাকার আওতাধীন বিষয়খালী শাখার পাগলা কানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের ৪৮ নং কেন্দ্রর মিটিং শেষে বৃক্ষরোপন করা হয়। এই কেন্দ্রর সকল সদস্যদের মাঝে ১০০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
মহারাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে ঝিনাইদহ যোনের জোনাল ম্যানেজার মজিবুর রহমান ও এরিয়া ম্যানেজার এস এম গফুর উদ্দিন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ।
বৃক্ষপরাপণ কর্মসূচীর উদ্বোধন শেষে গ্রামীণ ব্যাংক ঝিনাইদহ যোনের জোনাল ম্যানেজার মজিবুর রহমান বলেন, বর্তমান পরিবেশের এই সংকটকালীন সময়ে বৃক্ষরোপণ এর বিকল্প কিছু নাই। সারা দেশকে একটি বাসযোগ্য পরিবেশ এর আওতায় আনতে বেশি বেশি করে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তিনি সদস্যদের উদ্দ্যেশে বলেন, আপনার সন্তানকে যেভাবে লালন পালন করেন ঠিক একইভাবে আপনাদের এই গাছকে পরিচর্যা করতে হবে তাহলে আপনার দুর্দিনের সঙ্গী হয়ে দাঁড়াবে ।
অনুষ্ঠানে মহারাজপুর শাখার সেকেন্ড ম্যানেজার তরিকুল ইসলাম বলেন আমাদের এই পরিবেশের দুর্দিনে গাছের কোন বিকল্প নাই তাই বেশী বেশী করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। এই সময় বিষয়খালী শাখার কর্মরত সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়া বেড়বাড়ি গ্রামের ৪৮ নং শাখায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের উদ্দ্যেশে ১মিনিট নিরাবতা পালন করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়েছে।