ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতীকের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কালীচরণপুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফিরোজ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধরণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এম এ আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সদস্য জে এ রশিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ প্রমুখ।
এছাড়াও ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে পাঁচ সহস্রাধিক নেতাকর্মী নৌকা প্রতীকের সমর্থনে মিছিল নিয়ে পথসভায় উপস্থিত হয়।
প্রধান অতিথির বক্তব্য জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন,অনেক ষড়যন্ত্রকারী মাঠে লিপ্ত আছে এই ইউনিয়নে। যারা নৌকাকে বিজয়ী করতে চাই না।আমি আপনাদের নির্দেশ দিচ্ছি যারা নৌকার বিরুদ্ধে কাজ করছে তাদের প্রতিহত করুন।কৃষ্ণপদ জেলা আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ চারদলীয়জোট সরকার বিরোধী আন্দোলন আমরা একসাথে করেছি। একসাথে প্রতিপক্ষের হামলায় আমরা দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ। কিছুদিন আগে কৃষ্ণপদ হৃদরোগে আক্রান্ত হয়ে দেশ বিদেশে চিকিৎসা গ্রহণ সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসে। দিনশেষে আমি একটাই অনুরোধ করবো আপনাদের কাছে বঙ্গবন্ধু কন্যার নৌকাকে ষড়যন্ত্রকারীদের কাছে না ডুবিয়ে আগামী ২৬ ডিসেম্বর কৃষ্ণপদ দত্তকে নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়ী করবেন।