ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রলি চাপায় পারভেজ নামের ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বিপুল মন্ডলের ছেলে।
জানা যায়, সকাল ৮টার দিকে চাচা জাহিদ মন্ডল গ্রামের মাঠে জমিতে গবরের সার ফেলার জন্য ট্রলি ভর্তি করে।
সেসময় শিশু পারভেজ ট্রলিতে করে চাচার সাথে মাঠে যাওয়ার জন্য বায়না ধরে। ওই সময় ভাতিজাকে ট্রলির উপরে বসিয়ে মাঠে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে গবরের সারের মধ্যে থাকা শিশু পারভেজের হাতে পিঁপড়ায় কামড় দেয়। ট্রলিতে বসে ধরে থাকাবস্থায় রড ছেড়ে দিয়ে শিশু তার হাত চুলকাতে থাকে।
এসময় উচু নিচু পথে ঝাকি লেগে ছিটকিয়ে ট্রলির চাকার নিচে মাথা পড়ে যায় শিশুটির। আহত অবস্থায় উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ তথ্য নিশ্চিত করেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।