ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সেনা সদস্য নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় আনুমানিক ৬ টা দিকে শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় সেনা সদস্য তরিকুল ইসলাম মোটরসাইকেল যোগে শৈলকুপার গাড়াগঞ্জ এলাকা থেকে ভাটই বাজারে ফিরছিল,ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।