করোনাকালীন খাদ্য, কাজ, চিকিৎসা বেতন-বোনাস ও রেশন চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ট্রেড ইউনিয়ন সংঘ।
গতকাল শনিবার সকালে ঝিনাইদহ পায়রা চত্বর মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম শাহ, সাধারণ সম্পাদক মানরেন্দ দাস মিন্টু, কৃষক সংগ্রাম সমিতির সভাপতি ডা. ওলিয়ার রহমান, কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদর উদ্দিন সিকমল, সেলিম হোসেন ক্যাপ্টেন, রফিকুল ইসলাম, জীবন জর্দ্দার, বিল্লাল হোসেন, রাসেল রানা প্রমুখ।
এসময় বক্তারা করোনা মহামারির কারণে অসহায় হয়ে পড়া শ্রমিক-কর্মচারীদের খাদ্য, কাজ, চিকিৎসা, বোনাস ও পরবর্তী সময়ে রেশন পদ্ধতি চালুর দাবি এবং পুজির শোষণের বিরুদ্ধে গণতান্ত্রিক শ্রম আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।