ঝিনাইদহের শৈলকুপায় দেবরের লাঠির আঘাতে রেশমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ মার্চ) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রেশমা খাতুন উপজেলার রতনপুর গ্রামের হামিদুল জোয়ার্দারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রান্নাঘরে ইফতার সামগ্রী তৈরি করছিলেন রেশমা খাতুন। তখন তার দেবর নাহিদ জোর্য়াদ্দার পেছন থেকে এসে কাঠের লাঠি রেশমার মাথায় আঘাত করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যায়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘ঘাতক নাহিদকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’