নিখোঁজের ৮ দিনপর ঝিনাইদহে রুবেল হোসেন (৩০) নামে এক কৃষকের লাশের সন্ধান পেয়েছে স্বজনরা। গতকাল শনিবার দুপুরে বাঁদপুকুরিয়া গ্রামের একটি পরিত্যাক্ত সেফটি ট্যাংকের মধ্যে লাশের সন্ধ্যান মেলে। রুবেল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাঁদপুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। রুবেল গত ১১ জানুয়ারী শনিবার থেকে নিখোঁজ ছিলো।
পরিবার ও এলাকাবাসী জানায়, গত শনিবার বিকালে বাড়ী থেকে বের হয় রুবেল। রাতে গ্রামের একটি চায়ের দোকানে আড্ডাদিতে দেখাযায় তাকে। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রুবেলের প্রতিবেশীর একটি বাড়ীতে কাঠ মিস্ত্রীরা কাজ করছিলো। হঠাৎ তারা দুর্গন্ধ পায়। এসময় তারা দুর্গন্ধের সন্ধ্যান করতে গিয়ে পরিত্যাক্ত পায়খানার সেফটি ট্যাংকের মধ্যে মাথা নিচেই ও পা উপরে দেওয়া একটি লাশ দেখতে পায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রুবেলের মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে বলে জানান। লাশটি ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে রুবেলর বলেও জানান, রুবেল গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল।