দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের গাড়িতে হামলা করে দুইটি প্রাইভেট কার ভাংচুর করে। এই ঘটনার জেরে চেয়ারম্যানের উত্তেজিত সমর্থকরা আওয়ামী লীগের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির নির্বাচনী অফিসে হামলা করে। হামলায় নাসির উদ্দীন মন্ডল ও পলাশকে কুপিয়ে আহত করে। আহত নাসির উদ্দিন আড়ুয়াকান্দি গ্রামের মতলেব মন্ডলের ছেলে ও পলাশ সুড়া পাড়া গ্রামের সব্দুলার ছেলে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেব পুর বাজারে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসাধীন অস্থায় নাসির উদ্দীন মন্ডলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এঘটনায় উভয় পক্ষ পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে।
এবিষয়ে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইব্রাহিম খলিল রাজা জানান, তারা মিছিল করে নৌকার নির্বাচনী অফিসে বসে ছিলেন, এসময় সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মোটর সাইকেলে এসে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে অফিসের চেয়ার টেবিল ভাংচুরসহ নাসির মন্ডল ও পলাশকে কুপিয়ে জখম করে। নির্বাচনী সহিংসতায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার বিস্তারিত জানতে ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন বলেন আমি বারৈইখালী বাজারে নির্বাচনী মিটিংয়ে যাচ্ছিলাম এসময় বাসুদেব পুর বাজারে পৌঁছে আমার ইউনিয়ন নেতা কর্মীদের সাথে কথা বলছিলাম এসময় সাবেক যুবলীগ নেতা রাজার নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার গাড়ীর দিকে লক্ষ করে হামলা চালিয়ে দুটি প্রাইভেটকার ভাংচুর করে। পরে কারা তাদের সমর্থকদের মারধর করেছে তা আমি জানিনা আমি সেখানে ছিলাম না।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন উদ্দিন জানান, নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন কড়া অবস্থানে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে ।