ঝিনাইদহ পৌরসভাসহ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করেন জেলা প্রশাসক ও পৌরমেয়র সাইদুল করিম মিন্টু।
সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব দূর্গাপূজা এবার ঝিনাইদহের ৬টি উপজেলায় ৪০৯টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল রবিবার বিকালে পৌরসভার দক্ষিণ চাকলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন ও মহানবমীর পূজা অঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। মেয়র গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শণ করেন।
এসময় তার সাথে ছিলেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান বাদশা, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও শ্রমীক লীগের নেতৃবৃন্দ।
অতিথিরা মন্ডপে মন্ডপে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের হাতে আর্থিক সহযোগীতা প্রদান করেন।