ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেস্রর ১২জন চিকিৎসক ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রায় ৫শতাধিক রোগিকে চিকিৎসা সেবা প্রদান করেন।
মেডিক্যাল ক্যাম্পে সভাপতিত্ব করেন আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রাশেদ আল মামুন।
এছাড়া বিশেষ অতিথিরা হলেন ঝিনাইদহ সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক কর্মকতা আব্দুল লতিফ শেখ, শৈলকুপা সমাজসেবা অফিসার মাসুদ আহম্মেদ, ঝিনাইদহ পৌর সমাজসেবা অফিসার মমিনুর রহমান, ঝিনাইদহ সদর হাসপাতালের রেজিষ্টার অফিসার রুমুনু ইয়াসমিন প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত বিশেষ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমান।