ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর তীব্র আকাঙ্খ তাদের। কিন্তু বিদ্যালয় বা এলাকার আশেপাশে কোথাও নেই শহীদ মিনার। তাই তরুনরা রাতে দল বেঁধে বাঁশ ও কাঠ এনে মাটিতে গর্ত করে দাঁড় করিয়ে দিয়ে তৈরী হয় শহীদ মিনার। মাটি উচু করে বানানো হয় শহীদ বেদী। উপকরণ হিসেবে ব্যবহার করে,কাঠ,বাশ,পাটকাঠি ও কাগজ।
বাঁশ ও কাঠের তৈরি শহিদ মিনারের চারপাশে কাগজ, রঙিন বেলুন, ফুল ও পাতা দিয়ে সাজানো হয়। গ্রামের পথে-প্রান্তরে ঘুরে সংগ্রহ করা হয় বিভিন্ন ধরনের ফুল। সেই ফুল দিয়ে ভাষা শহীদদের জন্য বানানো মিনারে জানানো হয় শ্রদ্ধা।
ভাষা শহিদদেও প্রতি শ্রদ্ধা জানাতে এমন আয়োজন করেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল খুদে শিক্ষার্থী।
উল্লেখ্য ঝিনাইদহ জেলা জুড়ে ৬ উপজেলার ৯০৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৮৮টি বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও বাকি ৮১৯টি বিদ্যালয়েই নেই কোন শহীদ মিনার । তাই অনেক প্রতিষ্ঠানে এই দিনটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
এদিকে,পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন।