ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি ও পৌর সভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রথান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ সেলিম রেজা (পিএএ)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আক্কাস আলী, পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোছাঃ শাহানাজ পারভীন ও সহকারী শিক্ষক আল-আমীনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী, অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৩য় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষার্থী, শতভাগ উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদাণ করা হয়। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫’শতাধীক বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন রিপা।