ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের পোড়াহাটী গ্রামের ৪৯নং মৌজার ৩০একর জমি এলাকার প্রভাবশালী ভূমিদস্যু মোঃ সিরাজুল ইসলাম তাজুল গং এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার যোগসাজশে বে-আইনীভাবে নামপত্তন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবে স্থানীয় ভুক্তভোগিরা এই সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশারত আলী। লিখিত বক্তব্যে জানান ভূমিদস্যু সিরাজুল ইসলাম তাজুল পারেন না এমন কোন কাজ নেই। তিনি অসম্ভবকে সম্ভব করেন। তিনি পাকিস্তান সরকারের আমলে মুসলিম লীগের লোক ছিল এবং বর্তমানে সে বিএনপি করেও লোক চোক্ষে সে আওয়ামী লীগের ছত্র-ছায়ায় থাকে। তিনি আরও জানান ইউনিয়ন ভূমি অফিসের ২জন উপ সহকারী ভূমি কর্মকর্তা ইকবাল হোােসন ও মতিয়ার রহমান এবং পিয়ন আজিম উদ্দীন এর যোগসাজশে ২০১৪সালে হরিণাকুণ্ডুর সাবেক এসিল্যান্ড সুমি মজুমদার ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আমিন এর সহযোগিতায় সিরাজুল ইসলাম তাজুল মিয়া প্রভাব খাটিয়ে অত্র সম্পত্তি নিজের নামে নামপত্তন করে ভোগ দখল করছেন। এর সমস্ত দায়ভার এর সরকারী কর্মকর্তাদের উপরই বর্তায়।
তিনি আরও বলেন ১৫/০৭/২০২০তারিখে নাম পত্তন বাতিলের জন্য আবেদন করলে ঝিনাইদহ ডিসি অফিসের সহকারী আলম গীর হোসেন ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তার বিচার কার্যালয়ে ওই ভূমি দস্যু সিরাজুল ইসলাম তাজুলের সাথে আতাত করে আমাকে অপমান করে তার কক্ষ থেকে বের করে দেন এবং এডিসির সহকারী মানষ কুমার বলেন তোমার কেচের নম্বর নেই তোমাদের কান ধরে চলে যেতে হবে।
সংবাদ সম্মেলনে তিনি এসকল অসাধু দূর্নীতিবাজ কর্মকর্তাদের কু-কৃত্তির কাহিনী মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে এবং প্রশাসনের হস্তক্ষেপে ভূমিদস্যু সিরাজুল ইসলাম তাজুলের হাত থেকে বে-আইনি ভাবে নামপত্তনকৃত সকল জমি এলাকাবাসীদের নিকট ফিরিয়ে দেবার জোর দাবি জানান।