সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদ উর্ত্তীণ মালামাল রাখা, সামাজিক দুরত্ব বজায় না রেখে কেনা-বেচা করাসহ নানা অপরাধে ঝিনাইদহে অর্ধশত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পরিচালিত কয়েকটি ভ্রাম্যমাণ আদালত এ দন্ডাদেশ প্রদাণ করেন।
জেলা প্রশাসক মজিবুর রহমান জানান, রমজান ও লকডাউনের কারণে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে ও ক্রয়কৃত পণ্যে বিক্রির সময় বেশি দাম রাখা হচ্ছে এমন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী, জিন্নাতুল ইসলাম, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
এসময় শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলার কাঁচামাল, মুদি, মাছ ব্যবসায়ীদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়।
এছাড়াও মাস্ক না পড়ে কেনা-বেচা করার অপরাধেও জরিমানা করা হয়।