ঝিনাইদস্থ রাজশাহী ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন (রুসাজ)’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের জেএফসি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রুসাজের ইফতার কমিটির আহ্বায়ক এ.এস.এম সোহেল মাহমুদ সাজুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুসাজের আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটন, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বি.এম. রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন ইফতার কমিটির সদস্য সচিব জাফর উদ্দীন রাজু।
এসময় রুসাজের ইফতার মাহফিলে অন্যান্য সদস্যের মধ্যে মোঃ সেলিম রেজা, মোঃ শাহানুর আলম, সুরভী আফরোজ, সাইফুন নাহার ইরা, মোঃ আসাদুজ্জামান, মোঃ সাইদুর রহমান, মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক কে এম সালেহ, অধ্যক্ষ সাইদুল আলম, অধ্যক্ষ জে এম রবিউল ইসলাম , জাহিদ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন জেএফসি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও রুসাজের নির্বাহী সদস্য রফিক আহমাদ ওয়াইজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করা হয়। কোরান তেলওয়াত করেন মোঃ ফখরুল ইসলাম। ইফতারের আগে দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করেন রাবিয়ান আমিরুজ্জামান রবি। ইফতারের পর মাগরিবের নামাজ শেষে কফি আড্ড অনুষ্ঠিত হয়। কফি-চক্র অনুষ্ঠানে প্রানবন্ত আলোচনা হয়।
আলোচনা শেষে রুসাজ কে এগিয়ে নেওয়ার জন্য সাবেক রাবিয়ান দের সাথে যোগাযোগ, খেলাধুলা, ঈদপুণর্মিলনীসহ বিবিধ আলোচনা অনুষ্ঠিত হবে।
রুসাজের আহবায়ক আমজাদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ ্জ্ঞাপন করে আগামীতে সকল প্রোগ্রামে আরও বেশী উপস্থিতি কামনা করেন।