ঝিনাইদহে গতকাল সোমবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলার মোট ৬টি উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৩৬টি, দাখিলে ৯ এবং ভোকেশনালে ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ১৯,৭৯৬ জন পরীক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ গ্রহন করে।
প্রথম দিনের পরীক্ষায় এসএসসি তে ১৬,০৩৬জন, দাখিলে ২,৪৬১জন এবং কারিগরী বোর্ডে আওতায় এসএসসি ভোকেশনালে ১,২৯৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে বলে জানা গেছে।
প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ১৩৬জনের মধ্যে এসএসসিতে ৭৪, দাখিলে ৫৩ এবং ভোকেশনালে ৯জন পরীক্ষার্থী। তবে প্রথমদিন কোন পরীক্ষার্থী বহিস্কারের খবর পাওয়া যায়নি।
পরীক্ষা শেষে ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কয়েকজন পরীক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা বলেন, পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার প্রশ্ন ভালো হয়েছে প্রশ্নে কোন ভুলত্রুটি চোখে পড়েনি।