ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় শহরের সমিতির নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদর উপজেলার চেয়ারম্যন কৃপা সিন্ধু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-রাজশাহী বরেন্দ্র চলন ‘খ’ অঞ্চলের ডিরেক্টর বাবলু রেনাতোস কোড়াইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব এর ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, সেক্রেটারী শাহাদৎ হোসেন, সহকারী অধ্যাপক কে এম সালেহ, মো: শাহানুর আলম, ডিরেক্টর ছালফিন আরা, আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সমিতির বার্ষিক হিসাব সদস্যদের মাঝে তুলে ধরা হয়। তাছাড়া সমিতির সদস্যবৃদ্ধি ও তাদের মানোন্নয়ন নিয়ে বক্তারা আলোচনা করেন।