ঝিনাইদহের ৮নং পাগলা কানাই ইউনিয়নে গিলাবাড়ী শ্রী শ্রী রক্ষা মা কালী পূজা উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। পূজা গতকাল শুক্রবার শুরু হয়েছে, আড়াই দিন চলবে।
এ পূজায় ১৪ হাত প্রতিমা বানানো হয়। এই মন্দিরের সভাপতি, শ্রী অমল বিশ্বাস, সাধারণ সম্পাদক, রতন কুমার বিশ্বাস এই কথা জানান।
পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা করা হয়। করোনা মহামারি পরিস্থিতির কারণে স্বাস্থবিধি মেনে মন্দিরে পূজা হয়।
পুরাণ মতে, সব অন্ধকার দূর করতেই মা কালীর মর্তে আগমন। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী।
রাতে সাড়ে ১১ টায় পূজা শুরু হয় এবং হোমসজ্ঞের মধ্য দিয়ে তা শেষ হয়। পূজা শেষে অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়।