ঝিনাইদহ-০৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে টিকারী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
সেসময় ফুরসন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শিকদার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমকে গ্রেপ্তার করায় হত্যার প্রকৃত কারণ উৎঘাটিত হতে যাচ্ছে বলে মনে করি। তারা আরও বলেন, জেলা আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যহতি দেওয়া হোক। সংসদ সদস্য হত্যার নেপথ্যে যারা সরাসরি জড়িত তারা যেইহোক তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। এছাড়াও কালীগঞ্জ শহরে এমপি আনার হত্যার প্রতিবাদের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেণ এবং নিঃসংশ হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।