‘গাহি সাম্যের গান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই।
বক্তব্য রাখেন, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযুষ বন্দোপাধ্যায়, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাঃ মামুন আল মাাহতাব স্বপ্নীল, যুগ্ম আহবায়ক সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, মিহির কান্তি ঘোষ, মাওলানা মহম্মদ উল্লাহ, নারায়ন চন্দ্র বিশ্বাস, জন তালুকদার, আব্দুল হাফিজ, স্কুল ছাত্রী সানজিদা ইসলাম নুপুর, সম্প্রীতি বাংলাদেশের জেলা আহবায়ক সাংবাদিক এম সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও শিক্ষিকা জয়া রানী চন্দ।
বক্তারা, প্রীতি ও সহমর্মিতার বন্ধন অটুট রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এক সাথে কাজ করে যাওয়ার আহবান জানান।
-ঝিনাইদহ প্রতিনিধি