ঝিনাইদহ জেলার প্রায় তিন শতাধিক সাংস্কৃতিক কর্মীদের নিয়ে শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝিনাইদহ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সাংস্কৃতিক কর্মী সম্মেলন।
জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। উদ্বোধন পর একটি বর্ণাঢ্য র্যালী শিল্পকলা একাডেমি হতে পায়রা চত্ত্বর ঘুরে শিল্পকলা মিলনায়তনে মিলিত হয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরমেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ পৌর আওয়ামীলীগে সাধারণা সম্পাদক মো: নজরুল ইসলাম।
দিনব্যাপী এই কর্মী সম্মেলনের প্রশিক্ষক ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, প্রফেসর ড.বি এম রেজাউল করিম, প্রফেসর ড রবিউল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জর্দ্দার। সকল সাংস্কৃতিক কর্মীদের সরব উপস্তিতির মধ্য দিয়ে একটি চমৎকার মিলনমেলায় পরিণত হয় শিল্পকলা মিলনায়তন।