সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন।
এতে ব্যাপার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা, উগ্র সাম্প্রদায়িক গোষ্টির হামলার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবী জানান।