ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চাঁন্দেরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুতের তার কেটে দিয়েছে কে বা কাহারা। এসময়ে বিদ্যালয় ভবনের ওয়্যারিং তছরুফ করা হয়েছে।
গতকাল শনিবার (২ নভেম্বর) রাতের যেকোন সময় এটি ঘটেছে। বিদ্যালয়ে নৈশ্য প্রহরী না থাকায় বিদ্যালয়টি অরক্ষিত ভাবেই চলছে।
প্রধান শিক্ষক নিখিল বিশ্বাস বলেন, শুক্র-শনি ছুটির পরে আজ স্কুলে এসে দেখি একটি ভবনের বিদ্যুতের তার কাটা রয়েছে। বৈদ্যুতিক মিটার থেকেই এই তার কাঁটা হয়েছে। গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করে জেনেছি শুক্রবার রাতেও আলো জ্বলেছে স্কুলে কিন্তু শনিবার রাতে জ্বলেনি। এই তার ধরে টানাটানির ফলে শ্রেণি কক্ষের ওয়্যারিং নষ্ট হয়ে গেছে। কারা এমন শত্রুতা করেছে কিছুই অনুমান করতে পারছি না। এতে যেকোন দুর্ঘটনাও ঘটতে পারতো। বর্তমানে বিদ্যালয়ে এডহক কমিটি রয়েছে। আমরা বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসকে জানিয়েছি। জিডি করার পরামর্শ দিয়েছে। বিদ্যালয়ে নৈশ্য প্রহরী থাকলে এমন ঘটনা ঘটাতে পারতো না।
সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ খালেকুজ্জামান বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে নৈশ্যপ্রহরী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। আগামী অর্থ বছরে হয়তো প্রক্রিয়া শুরু হতে পারে। আমরা বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।