ঝিনাইদহে স্বপ্নসিড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে। বুধবার ১২টায় শহরের স্বপ্নসিড়ি’র কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বপ্নসিড়ি সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক রুবেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল সামী, ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।
এছাড়াও সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আলোচনা শেষে ৫০ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
-ঝিনাইদহ প্রতিনিধি