ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি উপজেলার ৬৮টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার ৯মাস থেকে ১০বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু করে চলবে ২৪ জানুয়ারি ২০২১পর্যন্ত (ছুটির দিন ব্যতিত)। ৩ লাখ ৫৬ হাজার ৩২০ টি শিশুকে এ টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগ ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম, স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, সহ-সম্পাদক কে এম সালেহসহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।