দেশব্যাপী চলমান কারফিউ পরিস্থিতির মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারনে সাধারণ শ্রমিকদের দৈনন্দিন আয় রোজগার সাময়িক স্থবির থাকাতে ১হাজার বাস ও ট্রাক শ্রমিকের মাঝে ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহারিযর জাহেদী হিজল নিজ উদ্যোগে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেছেন।
ঝিনাইদহ আরাপপুরের নবগঙ্গা তীরে নিজ বাড়ীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে সময় পৌর মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক তবীবুর রহমান লাবু, পাগলা কানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে পৌর মেয়র হিজল গণমাধ্যমকে বলেন, দেশব্যাপী সমসাময়িক কারফিউ পরিস্থিতিতে যানবাহন বন্ধ থাকার কারনে সাধারণ শ্রমিক ভাইদের আয় রোজগার বন্ধ হয়ে যায় তারই ধারাবাহিকতায় অস্বচ্ছল ১হাজার জন শ্রমিক ভাইদের হাতে সামান্য কিছু নগদ অর্থ তুলে দিয়ে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরও বলেন, যেকোন পরিবেশ পরিস্থিতিতে শ্রমিক ভাইদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেণ।
এ ব্যাপারে সাধারণ শ্রমিকরা বলেন, দেশের এমন পরিস্থিতিতে যানবাহন বন্ধ থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে যায় এমতাবস্থায় পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল নিজ উদ্যোগে শ্রমিকদের মাঝে অর্থিক সহায়তা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেণ এবং সবসময় তাদের পাশে থাকার প্রত্যাশা জানিয়েছেন।