‘নারীদের আত্ম রক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ এ শ্লোগানে ঝিনাইদহে ২ দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপনী ও ২৬ তম বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকালে উপ-শহর পাড়ার সোতোকান কারাতে দো’র প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের পরীক্ষা এবং বেল্ট প্রদান করা হয়।
সোতোকান কারাতে দো’র প্রতিষ্ঠতা পরিচালক কাজী আলী আহাম্মেদ লিকু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোতোকান কারাতে দো’র প্রথান উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মহাব্বত হোসেন টিপু, সহকারী অধ্যাপক শাহানুর আলম, প্রভাষক কাজী মোহাম্মদ আলী পিকু। অনুষ্ঠান পরিচালনা করেন সোতোকান কারাতে দো’র পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব।
আলোচনা সভা শেষে পরীক্ষায় উর্ত্তীণদেও মাঝে সনদপত্র ও বেল্ট প্রদান করা হয়। ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদাণ কারানো হয়। প্রশিক্ষণ প্রদান করেণ জাতীয় কারাতে প্রশিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।