আউট সোর্সিং বাতিল, সকল জনবলকে রাজস্বভুক্ত, শিক্ষকদের সম্মানী বৃদ্ধিসহ ৫ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (মউশিক) শিক্ষকরা।
রোববার (২৩ মার্চ) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষকরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি তাওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অথচ এই প্রকল্পের শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। ঈদের আগেই বকেয়া বেতন ভাতা প্রদাণসহ দাবী মেনে নেওয়ার আহ্বান জানানো হয় কর্মসূচী থেকে।